আন্তজার্তিক সেবা সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনা’র রোটাবর্ষ (২০২৩-২৪) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ই জুলাই বিকাল ৪ ঘটিকায় নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনার সভাপতি রো. রিপন মিয়ার উপস্থাপনায় ও সচিব রো.আশিকুর রহমান আবিরের উপস্থিতিতে সভায ছিলেন এক্স রোটার্যাক্টর রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রাক্তন সভাপতি আব্দুল্লাহিল বাকি, ভিক্টোরিয়া ক্লাবের চার্টার সভাপতি কাইয়ুম ইসলাম।
জেলা অফিসিয়ালদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম ভূঁইয়া সোহেল,পিন্টু চন্দ্র সরকার, আশরাফুল ইসলাম জিকু,আবু নেসার উদ্দিন,মোফাজ্জাল হোসেন রনি,সালাম সামি,হেলাল আহমেদ, জাকির হোসেইন সহ অন্যান্য ক্লাবের সভাপতি, সচিব এবং সদস্য বৃন্দ।
অতিথি বক্তা রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার প্রাক্তন সভাপতি আব্দুল্লাহিল বাকি বলেন,সৎ ও নীতিবান মানুষ সৃষ্টিতে রোটার্যাক্টর’রা ভূমিকা রাখতে পারেন। তা ছাড়া রোটার্যাক্ট ক্লাব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। তিনি সমাজের সবার প্রতি নিজ নিজ পেশাগত কাজের পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন এ ক্লাবের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। সকল সদস্যদের উপস্থিতি ও সহযোগিতায় রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা মেঘনা’র এই বছরের প্রথম সভা সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয়।