মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কুলিয়ারচরে বিনা প্রতিদ্বনদ্বিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ‘আবুল হোসেন লিটন কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা  কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে রংপুরে আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যকে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড পড়াশোনা এবং নির্মাণে উচ্চ ডিগ্রী নিতে যুক্তরাষ্ট্রে অ্যান্থনি পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ভোলার লালমোহনে দুই দিনব্যাপী সাহিত্য মেলা

মুশফিক হাওলাদার ভোলা: / ১৭৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ

স্থানীয় লেখকদের সৃজনশীল সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরতে লালমোহনে দুই দিনব্যাপী সাহিত্য মেলা শুরু হয়েছে। রবিবার (৩০ জুলাই) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মেলার শুভ উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বাংলা একাডেমির সমন্বয়ে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সাহিত্য মেলর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনে সংস্কৃতি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সবার সম্মিলিত চেষ্টায় এদেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা ওৎ পেতে আছে। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে তাদের রুখে দিতে হবে। এক ইঞ্চিও ছাড় দেওয়া যাবে না।
আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদার লিখিত বক্তব্য পাঠ করেন বিশেষ অতিথি ভোলা জেলা কালচারাল অফিসার তানবীর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভোলা আবৃত্তি সংসদের সভাপতি শামস-উল-আলম মিঠু, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খানম।
মেলার দ্বিতীয় পর্বে প্রবন্ধ পাঠ ও আলোচনা সভায় লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে লালমোহন উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রাবন্ধিক, কবি ও সাহিত্যিক মো. নুরুল আমিন। প্রবন্ধের উপর আলোচনা করেন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের সহকারী সহকারী অধ্যাপক (ইংরেজি) বাশার ইবনে মমিন, সরকারি শাহবাজপুর কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আকলিমা বেগম।
অনুষ্ঠানে সাহিত্য আড্ডা পর্বে জসিম জনির সঞ্চালনে স্থানীয় কবি সাহিত্যিকগণ স্বরচিত কবিতা পাঠে অংশ গ্রহণ করেন। এসময় জাদু উপস্থাপন করেন স্থানীয় জাদু শিল্পী হক সাহেব রানা। তাছাড়া কবি সাহিত্যিকদের নিবন্ধন ও বই মেলা বসে। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রাচীনকাল থেকে লালমোহনের মানুষের জীবনধারা ও সংস্কৃতি লেখকের প্রবন্ধে উঠে এসেছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!