ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার একনিষ্ঠ কর্মী প্রান্ত মিত্র পৃথুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সকাল সাড়ে ১০টায় সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ রুকসুর সামনে থেকে একটি বিক্ষোভ র্যালি বের করে শহরের মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
আজ রবিবার (৩০জুলাই)২৩ ইং তারিখ সকালে
ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জেলা ছাত্র লীগের সভাপতি তামজিদুল রশিদ চোধুরী রিয়ানের নেত্রীতে উক্ত সমাবেশে বক্তরা আইন প্রশাসনের উদ্দেশ্য বলেন,প্রান্ত মিত্র হত্যার সঠিক তদন্ত করে খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হক,তা না হলে সাড়া বাংলাদেশ প্রতিটি জেলার ছাত্রলীগ রাজপথে নামবে। আমরা জানতে চাই এখন পর্যন্ত কেন এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে না।
জেলা ছাত্রলীগ সভাপতি রিয়ান বলেন,ফরিদপুর রাজেন্দ্র কলেজের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী প্রান্ত নিজের শরীরের রক্ত দিতে বাসা থেকে বের হয়
আর রাস্তার পাশে পরে রইল তার লাশ।
বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল ক্লান্তি লগ্নে নিজেদের কথা চিন্তা না করে দেশের জন্য দেশের জনগণের নিজেদের সব টুকু উজার করে দিয়ে কাজ করে থাকেন। অথচ অতীতেও ফরিদপুরে ছাত্রলীগকে হামলা-মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। ছাত্রলীগকর্মী কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। এবার ছাত্রলীগকর্মী প্রান্তকে হত্যা করা হলো। এই ভাবে চলতে থাকলে বাংলাদেশ ছাত্রী লীগ বসে থাকবে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ মানববন্ধনে বলেন, ‘বারবারই কেন ছাত্রলীগ সন্ত্রাসী হামলার শিকার হয়? পুলিশ প্রশাসনেক অনুরোধ করছি‒ ছাত্রলীগের প্রতিটি সদস্যের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রান্ত হত্যায় কে বা কারা জড়িত তাদের খুঁজে বের করে অবিলম্বে শাস্তির আওতায় আনুন। আমি প্রান্ত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি চৌধুরী শফিউল আশরাফুল, সাংগঠনিক সম্পাদক আফিফ বিন অর্ক, দপ্তর সম্পাদক স্বাশ্বত চক্রবর্তী অর্ঘ্য প্রমুখ। এ সময় জেলা শাখা, শহর শাখা ও কোতয়ালী থানা শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।