জামালপুর প্রতিনিধি
যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নাগরিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৩ টি জেলায় যুবদের যৌন ও প্রজনন অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও প্রকল্প। বিষয়ে সচেতনতা তৈরী এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয় একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করে।
রোববার দুপুরে ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের উদ্যোগে সুইড জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী হলরুমে সভার আয়োজন করা হয়।
দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন ব্র্যাকের রাই হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। বক্তব্য দেন তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানম, সূর্য তোরন সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সিড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি কর্মকর্তা মোঃ বেলাল হোসেন, টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন , ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার পাপিয়া আক্তার, তথ্যসেবা কর্মকর্তা রুমি আক্তার, প্রতিদিনের সংবাদের জামালপুর প্রতিনিধি মঞ্জুরুল হক, আমার সংবাদের জামালপুর প্রতিনিধি বিপুল মিয়া, ইএসডিও প্রকল্প কর্মকর্তা হাসানুজ্জামান টুটুল, ইয়ুথ সমন্বয়কারী কামরুন্নাহার কেয়া।
অনুষ্ঠানের সহযোগীতা করেন ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার ।