চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলাধীন নিবাসী পত্রিকা হকার সুজন পাল ষ্টোকে আক্রান্ত হয়ে গতো কয়দিন আগে মৃত্যুবরণ করেন।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি সুজন পাল মারা যাওয়ায় পরিবার টি দিশেহারা হয়ে পড়ে। পিতার মৃত্যুতে অভাবের সংসারের দায়িত্ব ভার এসে পরেছে মৃত সুজন পালের শিশু পুত্র ৪র্থ শ্রেনীর ছাত্র ১১বছর বয়সী শিশু শ্রেয়ান পালের কাঁধে।
১১ বছরের ছোট্ট শিশু ধুতি, গামছা পড়ে দ্বারে দ্বারে পত্রিকা বিক্রি করছে এই খবরটি অনলাইন মাধ্যমে প্রচার হলে “হিন্দু মহাজোটে’র নজরে আসে। তৎক্ষণাৎ হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে’র নির্দেশে হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে “Help For Sheyan” নামে একটি ফান্ড গঠন করা হয়। সেখানে সাধারণ মানুষ এবং সংগঠনের সদস্যদের অনুদানের প্রেরিত অর্থ সমষ্টি ২৫ হাজার টাকা এবং সাথে শ্রেয়ান পালের পড়া লেখার জন্য শিক্ষা উপকরণসহ গত ২৮ জুলাই পটিয়া উপজেলা হিন্দু যুব মহাজোটের সম্মেলনে শ্রেয়ান পাল এর মায়ের হাতে তুলে দেন সংগঠনের সভাপতি ডক্টর প্রভাস রায় ও নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে সহ হিন্দু মহাজোট সন্মেলন অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের সকল নেতৃবৃন্দ। হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ সংগঠনের পক্ষ থেকে শ্রেয়ান পালের লেখা পড়ার খরচ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি প্রদান করে। এসময় শ্রেয়ান পাল ও তার মা এই বিপদের সময় তাদের পাশে দাড়ানোর জন্য হিন্দু মহাজোট সহ সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।