খুলনার দাকোপের কৃতি সন্তান শ্রী প্রফুল্ল কুমার সরকার আজ ২৯ জুলাই ভোর ৬.৫০ মিনিটের দিকে খুলনাস্থ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সকল কে
কাঁদিয়ে না ফেরার দেশে চলেগেলেন।মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর।
সুন্দরবনের কোলঘেষা একসময়ের অনুন্নত লাউডোব ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম গ্রহণ করেন বহুধা প্রতিভা সম্পন্ন এই ব্যক্তি। যখন পড়াশুনাকে বাহুল্য মনে করত অনেকে, তেমনই সে সময়ে যশোর বোর্ডের জন্ম হয়নি তৎসময়ে ঢাকা বোর্ডের অধীনে সম্মিলিত মেধা তালিকায় প্রথম ১০ জনের মধ্যে অবস্হান করেন তিনি। তারপর উচ্চতর শিক্ষা শেষে খুলনা জজকোর্টে সিনিয়র আইনজীবী এবং পরবর্তিতে বিভিন্ন মেয়াদে ম্যাজিস্ট্রেট, ইউএনও এবং অতিরিক্ত জেলা প্রশাষক হিসাবে সুনামের সঙ্গে দেশের সেবা করে গিয়েছেন তিনি।
সরকারি দায়িত্বশীল পর্যায়ে কর্মরত থেকেও আজীবন নানা সামাজিক ও সেবা মুলক কর্মকান্ড
চালিয়ে গেছেন তিনি।হোমিও চিকিৎসক হিহাবে সুনাম অর্জন নামমাত্র খরচে নানা জটিল রোগের সমাধান করেছেন, লেখক হিসাবেও তিনি যথেষ্ঠ গুনি ছিলেন। বিভিন্ন গ্রন্হের পাশাপাশি সনাতন ধর্ম গ্রন্হ শ্রীশ্রী চন্ডীর কবিতার ছন্দে বাংলা
অনুবাদ করে ছিলেন তিনি। এ ছাড়া লাউডোব ভবতারিনী সেবাশ্রমের প্রতিষ্ঠাতা তিনি।আজীবন
দেশ ও মানুষের সেবা করে যাওয়া মানুষটিকে এক নজর দেখার জন্য মানুষের ঢলনামে।মানুষটির আত্মার শান্তি কামনা করে সকলে।
মৃত্যুকালে দুই স্ত্রী,চারপুত্র ও ৬ কণ্যা সহ অগনিত গুনগ্রাহী রেখে মারা যান।