সোনাগাজীতে পিতা ও সৎ মা’কে পিটিয়ে জখম :
২ছেলে সহ ৩জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতা ও সৎ মা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পিতা আবুল কাশেম কন্ট্রাকটরের দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে প্রথম স্ত্রী সামছুন্ননাহার, ছেলে সাইফুল ইসলাম, মোঃ সাগর, এবং আনোয়ার হোসেন কে আসামী করে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
আদালতে মামলা দায়ের করেছেন।
বিজ্ঞ আদালত অভিযোগ আমলে নিয়ে ২ ছেলে সহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, আবুল কাশেম কন্ট্রাকটরের সাথে তার প্রথম স্ত্রী সামছুন্নাহারের ছাড়াছাড়ি হয়ে যায় ২ বছর আগে, একাকিত্ব ঘুচাতে তিনি চলতি বছরের এপ্রিল মাসে দ্বিতীয় করেন। বিয়ের পর থেকেই ছেলেরা তাদের নামে জমি ও বাড়ীঘর লিখে দিতে চাপ প্রয়োগ করে, পিতা
আবুল কাশেম তাতে রাজি না হওয়ায় গত শুক্রবার প্রথম স্ত্রীর ইন্ধনে ছেলেরা তাদের পিতা ও সৎ মা কে বেদম মারধোর করে গুরুতর জখম করে।
সরেজমিন অনুসন্ধানের সময় ফাতেমা বেগমের ছেলে রনি জানান- সম্পত্তি লিখে না দেওয়ায় তারা হত্যার উদ্দেশ্যে দু’ভাই মিলে হামলা চালায়। আমরা এই ঘটনার তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানাই।
অভিযুক্ত প্রথম স্ত্রী শামসুন নাহারের নিকট ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে স্বামী ও সতিনের বিরুদ্ধে পাল্টা মামলা করবেন বলে জানান।
এই বিষয়ে বাদী পক্ষের আইনজীবি এড. আনোয়ার হোসেন জানান, মামলাটি আমলে নিয়ে ৩ আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।