ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মো: আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার , বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা অনুষ্ঠানে , প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মো: শাহাবুদ্দীন। প্রধান আলোচক ছিলেন ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মো : আনিসুজ্জামান শিকদার, দুদকের যুগ্ন পরিচালক মজিবুর রহমান, মাধকের উপ পরিচালক শামিম হোসেন,শাহ মসজিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মওলানা মুফতি কামরুজ্জামান।
শুভেচ্ছা বক্তবো রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।এসময় জেলার নয়টি উপেজলা প্রায় ৬’শ ইমাম ও খতিব প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।