খুলনার দাকোপ উপজেলা কৃষি অধিদপ্তর এর উদ্যোগে ক্লাইমেট -স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৫ ই জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১ টারদিকে উপজেলা পরিষদ চত্বরে দাকোপ উপজেলা নির্বাহীঅফিসার জয়দেব চক্রবর্তী র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দাকোপ উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গৌর পদ বাছাড়,চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা মৎস্য অফিসার সেলিম সুলতান প্রানীসম্পদ কর্মকর্তা বঙ্কিম হালদার। সভায় স্বাগত বক্তব্য দেন দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম। আনুষ্ঠান পরিচালনা করেন দাকোপ উপজেলা উপ- সহকারী কৃষি কর্মকর্তা রীনা আক্তার, মোঃ কামরুল হাসান,। উপস্থিত ছিলেন উপ – সহকারী কৃষি অফিসার করুনা কান্ত সরকার, উত্তমরায়, মোঃ মিজানুর রহমান, কৃষ্ণনা ঘোষ, নিহার রঞ্জন রায়, ইফেক্ষার হোসেন, প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তর এর বিভিন্ন প্রদর্শনী স্টোল প্রদর্শন করেন আতিথি বৃন্দ।