বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ভৈরবে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা. মিজানুর রহমান কবির’কে ফুলেল শুভেচ্ছা

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি / ১৩৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: সোমবার, ২৪ জুলাই, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ে হাসপাতাল উপজেলা ব্যবস্থাপনা কমিটির নতুন সদস্য উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির’কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ। এসময় তার সাথে ছিলেন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপনের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও পৌর কাউন্সিলর মো. মোমেন মিয়া।

গতকাল ২৩ জুলাই রোববার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ নাজমুল হাসান পাপনের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান এর সভাপতিত্বে ও উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল করিম, ডা. কিশোর কুমার ধর, মেডিকেল অফিসার ডা. এ.এস.এম তৌহিদ আমিন, ভৈরব থানার এস আই মো. আব্দুর রহমান ভূইয়া, হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আছিয়া খাতুন ও হাসপাতালের প্রধান সহকারী মো. জাহাঙ্গীর আলম প্রমূখ।

এসময় উপজেলা স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং সাপ্তাহিক দূর্জয় দরশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির তার বক্তব্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য করার জন্য স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন ভাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চেষ্টা করবো আমার দ্বায়িত্ব সঠিক ও যথাযথ ভাবে পালন করার জন্য। তাই তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় হাসপাতালের স্বাস্থ্য ও পরিবারব পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

সমস্যার কথা শুনে অনুষ্ঠানের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান তার বক্তব্যে বলেন, জানতে পারলাম ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে মাদকের আস্তানায় পরিনত হয়েছে। হাসপাতাল এরিয়ার ভিতরে বাস ভবনের গ্রীল কেটে চুরির ঘটনা দিনদিন বেড়েই চলছে। হাসপাতালের আবাসিক এলাকার বাসা থেকে চোরচক্রের সদস্যরা প্রতিনিয়ত মোবাইল ফোনসহ মালামাল নিয়ে যাচ্ছে। ডাক্তাররা এখানে বাসায় থাকতে ভয় পাচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভোগছে। তাই এলাকার চোরচক্রের একটি তালিকা তৈরি করে জমা দেওয়ার জন্য স্থানীয় পৌর কাউন্সিলরকে নির্দেশ দেন। চোর চক্রের সদস্যদের তালিকা জমা দেওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ তার বক্তব্যে বলেন, মাদকসেবিসহ চোরচক্রের তালিকা পেলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!