ঢাকাসোমবার , ২৪ জুলাই ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

প্রতিবেদক
admin
জুলাই ২৪, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ মিয়া নান্দাইলঃ “নিরাপদ মাছে ভরবো দেশ. গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে সোমবার (২৪ জুলাই) সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা প্রশাসনিক হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সভাপতিত্বে ও নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভিন্ন বিষয়াধি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক, সাংবাদিক রমেশ কুমা পার্থ, শামছ ই তাবরিজ রায়হান, কলামিস্ট সাইদুর রহমান, সাংবাদিক আবু হানিফ সরকার, মোখলেছুর রহমান, বিল্লাল হোসেন, মাওলানা হাবিবুর রহমান, এ হান্নান আল আজাদ, ফরিদ মিয়া, আরএন শ্যামা, আকরাম হোসেন, সহ প্রমুখ। সাংবাদিক বক্তারা, অবৈধ উপায়ে নদীতে বাঁধ নিমার্ণ, কারেন্ট জাল, ভিম জাল অভিযান পরিচালনা করে অবসারনের দাবী জানান। এছাড়াও উপজেলা সদর নরসুন্দা ব্রীজের পাশে পৌর সভার ময়লা আবর্জনা ফেলে নরসুন্দা নদীর পানি দূর্ষিত করা হচ্ছে। এবিষয়ে মৎস্য কর্মকর্তাদের নজর দেওয়ার দাবী জানান। পরে মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন বলেন, আগামী আইনশৃঙ্খলা কমিটির সভায় নরসুন্দা নদীতে পৌর সভার ময়লা আবর্জনা না পেলার জন্য উপস্থাপন করা হবে এবং আগামীকাল ব্রহ্মপুত্র নদে পোনা মাছ অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এসময় নান্দাইল উপজেলায় কর্মরত ২৫জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Don`t copy text!