যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা বালিকা দাখিল মাদ্রাসার ৪তলা বিশষ্ট একাডেমিক ভবনের (১ম তলা) উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য। শনিবার (২২ জুলাই) বিকালে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে অত্র মাদ্রাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেখ মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, ৯নং ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আকবর হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এড. বশির আহম্মেদ খান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, প্রভাষক মিজানুর রহমান প্রমুখ। এছাড়া এ অনুষ্ঠানে ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।