দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, এবং আগামী ১৫ আগষ্ট মাসকে সামনে রেখে, ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০শে জুলাই বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগের বাসভবন হল্যান্ড হাউজে এই মত বিনিময় সভা আয়োজন করা হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ ঘোষ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,সহ পৌর আওয়ামী লীগে কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের, নেতৃবৃন্দ, ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং ফরিদপুর ২৭ টি ওয়ার্ডের পুরুষ ও মহিলা কাউন্সিলর বৃন্দ।
সভার প্রধান অতিথি শামীম হক সকল নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলে, বিগত দিনে আপনারা সকলে জানেন ফরিদপুরের রাজনীতির প্রেক্ষাপট অন্যরকম ছিল,কি কারনে ছিল সেটাও আপনারা অবগত।সেখান থেকে বেরিয়ে আসতে জেলা আওয়ামী লীগ সহ সকল দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে ফিরে আসতে অনেক ষড়যন্ত্রের মোকাবেলার সম্মুখীন হতে হয়েছে।আমাদেরই মধ্যে একটি কুচক্রীয় মহল ফরিদপুর টাকে এবং দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে চলছে, আমি তাদেরকে সতর্ক করে বলতে চাই, দলের মধ্যে কোন ধরনের ষড়যত্র,ভেদাভেদ গড়ে তুলবেন না, কারণ এতে দলের এবং দলের নেতৃবৃন্দদের উপর বদনাম বয়ে আনে।
আজ উপস্থিত এই মতবিনিময় সভায় সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ এবং জনগণের উন্নয়নের জন্য দিন রাত একাকার করে কাজ করে চলছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা ফরিদপুরের নেতৃবৃন্দরা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। পাশাপাশি দেশ ও জাতিকে নিয়ে যারা দিনরাত ষড়যন্ত্র করে চলছ, এই সকল অপশক্তির বিরুদ্ধে শক্ত হাতে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি আমরা সবাই মিলে এই ফরিদপুরটাকে সুন্দর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারি সেই লক্ষ্যে কাজ করি।
পৌর মেয়র অমিতাভ ঘোষ বলেন,ফরিদপুরে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা থাকবে সেটাকে আমরা নেতৃবৃন্দদের মেনে কাজ করে করতে হবে। দলের মধ্যে খারাপ লোকও থাকবে,ভাল লোক ও থাকবে, তবে দেশ ও জনগণের ক্ষতি হয, দলের বদনাম হয়,এমন কোন কর্মকান্ডের সাথে নিজেকে জড়িত রাখা যাবে না, বিগত দিনে যারা দলকে পুঁজি করে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য দুর্নীতি করে গিয়েছেন তাদের পরিণতি আপনারা নিজের চোখে দেখেছেন।আমরা নেতা হিসেবে নয় একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদ্দেশ্যে কাজ করে যেতে চাই।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাসির,আব্দুর রাজ্জাক মোল্ল,সহ ওয়ার্ড ভিত্তিক আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,কাউন্সিলর বৃন্দ।