ফরিদপুর বোয়ালমারী উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার হয়ে ক্ষোভে- দুঃখে স্বদেশ সরকার (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
মৃত্যুর আগে নিজের ফেইসবুক পেইজে এক আবেগঘন স্ট্যাটাসে এই ঘটনার বিচার চেয়ে বুধবার (১৯ জুলাই) রাতে ঘরের আড়ার সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে, এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
পোয়াইল গ্রামের দরিদ্র কৃষক স্বপন সরকারের ছেলে স্বদেশ সরকার। বছর তিনেক আগে কাদিরদী ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন,পড়ালেখার পাশাপাশি বাবার সাংসারিক কাজে সহযোগিতা ও করেন।
একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখের সঙ্গে একসঙ্গে চলাফেরা করার কারনে দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
তারি সুবাদে স্বদেশের নিকট থেকে ১৫০ টাকা ধার নেয় রিয়াজ। পরবর্তীতে যথারীতি সময়ে টাকা পরিশোধ না করে স্বদেশকে ঘোরাতে থাকে রিয়াজ। সর্বশেষ ঘটনার দিন বিকালে রিয়াজের কাছে টাকা ফেরত চায় স্বদেশ। কিন্তু রিয়াজ টাকা না দিয়ে উল্টো টাকা ধার নেয়ার ঘটনা অস্বীকার করে করলে এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকটির এক পর্যায়ে রিয়াজ স্বদেশকে কিল-ঘুষি,চর-থাপ্পর মেরে আহত করে।
লোকজনের মাঝে রিয়াজের এমন আচরণে তীব্র অপমান ও লজ্জায় মুষড়ে পড়ে স্বদেশ।এর পর রাত ১১ টার দিকে বাড়ি ফিরে ক্ষোভে-দূঃখে নিজের শোভার ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করে বলে জানায়।
মৃত স্বদেশের বাবা স্বপন সরকার বলেন,সন্ধ্যায় ছেলেটি মন খারাপ করে বাড়ি ফেরে। জানতে চাইলে সে আমাদের কাছে কিছু বলেনি।
রাত আনুমানিক দশটার দিকে স্বদেশের মা পুতুল সরকার স্বদেশকে তার শোবার ঘরে দেখে পাশের বাড়িতে যান একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে। ১২ টার দিকে তিনি বাড়ি ফিরে স্বদেশের সঙ্গে কথা বলার জন্য তার ঘরের দিকে যান। ভিতর থেকে দরজা আটকানো থাকায় পুতুল ছেলেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনভাবেই স্বদেশ দরজা না খোলায়।
আশপাশের লোকজনের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পান ছেলের লাশ ঝুলছে। এ ব্যাপারে আইনের আশ্রয় নিবেন কিনা জানতে চাইলে স্বপন সরকার বলেন, ছেলের ফেসবুক ভিডিও থেকে জানতে পেরেছি তাকে রিয়াজ মারধর করেছে।