চলতি চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যান আহত। ঘটনাটি ঘটেছে ২০ জুলাই দুপুরে নীলফামারী জজ আদালতে।
ঘটনার বিবরণেে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামার পুকুর ইউনিয়নের আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত বিদ্রোহী চেয়ারম্যান আনোয়ার হোসেন গত ১২ জুলাই ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে সদস্য সংগ্রহ অভিযানে অতর্কিত হামলা চালায়। বিষয়টি তাৎক্ষনিক ভাবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মমিনের কাছে পৌছালে তিনি দেখবেন বলে আশ্বাসের ভিত্তিতে ইউনিয়ন আওয়ামী লীগ শান্ত হয়। কিন্তু বিদ্রোহী আনোয়ার হোসেন থানায় একটি মামলা করেন। বিষয় টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক মিমাংসা করার চেষ্টা করছেন বলে আওয়ামী লীগের একাধিক সুত্র জানান। এর মধ্যে গতকাল ২০ জুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ দুপুরে ১৭ জন আওয়ামীলীগের নেতাকর্মী সহ মামলার জামিন নিয়ে দোতলা থেকে নিচে নামার সময় আদালত চত্বরে আনোয়ার চেয়ারম্যানের বাহিনী তাদের ওপরে হামলা করেন। এবিষয়ে ইউনিয়ন সাধারণ সম্পাদক জিকো আহমেদ বলেন, একজন বিদ্রোহী বহিষ্কৃত চেয়ারম্যান কার সাহসে আওয়ামী লীগের অফিস ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করার সাহস পায়! এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক বলেন,বিষয়টি দুঃখজনক,জেলা কমিটির সভায় আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। এদিকে এই ঘটনা নিয়ে কামার পুকুর ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে।