যীশু সেন, বিশেষ প্রতিনিধি : রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গণে ফুল ও ফল গাছের বাগান করা হয়েছে। সেই বাগানের ফল খাবে আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীরা। রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর উদ্যোগে পুরো উপজেলা গ্রিন রাউজানের পরিচিতি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় রাউজানের এই উদ্যোগ অনুকরণীয়। রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ডা. রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচির অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
১৯ জুলাই বুধবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে
ছাত্র-ছাত্রীদের মধ্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি দেওয়া ফলজ চারা বিতরণ ও চারা রোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম। অতিথি ছিলেন রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক নেজাম উদ্দিন রানা।
বক্তব্য রাখেন শিক্ষক অপর্ণা বড়ুয়া, আকবর হোসেন, রুবেল মহাজন, মনি মহাজন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের গাছের চারা তুলে দেন অতিথিবৃন্দ।