পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়নের পাড়েরহাট বাজারে রাতের আধারে ছাউনির টিন কেটে একটি বিকাশের দোকান এবং একটি মোদি দোকান চুরি করা হয়েছে। শনিবার (১৫ জুলাই ) রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেন দোকানদার সহ স্থানীয়রা।
ঘটনাস্থানে গিয়ে দেখা যায় ২ টি দোকানের টিন একই ভাবে কেটে দোকানে প্রবেশ করে চুরি করা হয়েছে, স্থানীয়রা মনে করছেন এ ঘটনায় চোরের সাথে দলে ৩-৪ জন রয়েছে এবং টিন কাটার সাইজ দেখে মনে হয় বড় কোন ব্যাক্তি এত ছোট যায়গা দিয়ে প্রবেশ করতে পারে নি এতে ছোট কোন ছেলে মানুষ দিয়ে এ কাজ করা হয়েছে। এবং এ এলাকায় ছোট পোলাপান রাতের আঁধারে রাস্তা ঘাটে বসে নেশা করে এখন তারা এরকম কিছু করছে কিনা বোঝা যাচ্ছে না।
বিকাশ এবং কসমেটিকস ব্যাবসায়ী মোঃ শাহিন হাওলাদার বলেন এরকম ঘটনা খুবই দুঃখজনক আমার দোকান চারপাশে ইটের দেওয়াল করা থাকলেও উপরে টিনের ছাউনি কেটে চোর প্রবেশ করে আমার দোকানের ক্যাশ থেকে প্রায় (৪ হাজর) টাকা সহ বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে গেছে এবং এ বাজারে স্থানীয় কিছু মাদক সেবনকারী ঘোরাফেরা করেন কিন্তু কে এমন কাজ করছে বোঝা যাচ্ছে না। এবং তিনি বলেন আমরা ব্যাবসা করে পেট চালাই এতেও যদি আমরা নিরাপত্তাহীনতায় থাকি তাহলে বেঁচে থাকাই দায় হয়ে যাবে।
মোদি দোকান ব্যাবসায়ী মোঃ বনি আমিন মীরা বলেন আমার দোকানের উপরে ছাদ দেওয়া থাকলেও শিরির উপরে থাকা টিনের ছাউনি কেটে চোর আমার দোকানে প্রবেশ করেছে, এবং আমার ক্যাশে প্রায় (১০ হাজার) টাকা এবং ৩ কার্টুন সিগারেট সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে এবং এ বাজারে এমন চুরি এর আগেও অনেক বার হয়েছে তবে এতে প্রশাশনের কোন হস্তক্ষেপ করতে দেখা যায়নি।
স্থানীয় সোবহান হাওলাদার নামে এক ব্যাক্তি বলেন দিন দিন চুরির ঘটনা বেড়েই চলছে, শুধু তাই নয় এ এলাকায় রাতের আঁধারে মানুষের ঘর চুরি হওয়ায় সাধারন মানুষের মধ্য আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে এতে তারা কিছুই করতে পারছে না এমন চুরি বন্ধ করতে হলে প্রশাশনের হস্তক্ষেপ সহ বাজারে নিরাপত্তা কর্মী দরকার।
দৈনিক বাংলার অধিকার,
দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক ও নিউজ পটুয়াখালী মিডিয়ার সম্পাদক মাসুম আহমেদ মীরা বলেন পাড়াের হাট বাজারের পাশেই আমার বাসা তবে এমন ঘটনা এর আগেও বহুবার শুনেছে কিন্তু কোন ব্যাবস্থা নিতে দেখা যায়নি, বর্তমানের দোকান চুরির পিছনে বড় চোরের সাথে ছোট চোরও যুক্ত রয়েছে বলে তিনি মনে করছেন, তবে তিনি সহ স্থানীয় সকল ব্যাবসায়ীরা এ ঘটনার সুষ্ঠ বিচার ও চোরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার দাবী জনায়।
পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান,এ বিষয় থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি তবে নিবেদিত অভিযোগ না পেলেও ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।