শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
চাঁদপুরে ভুয়া ডিবি আটক ফরিদপুর শেখ হাসিনার সাবদেশ প্রত্যাবর্তন দিবন পালন স্বদেশ প্রত্যার্বতন দিবসে শেখ হাসিনাকে যুবলীগের নেতা সবুজ এর শুভেচ্ছা  কুড়িগ্রামে পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণ ও পরিবেশগত তত্ত্বাবধান বিষয়ে কর্মশালা  এসিলেন্ডের হস্তক্ষেপে কচুয়ার মনপুরা উত্তর বিলে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে গনসংযোগ করেছেন প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ মিরসরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেফতার মিন্টুর লাশ দুবাই থেকে দেশে আনতে পরিবারের আকুতি পাঁচবিবিতে চেয়ারম্যান প্রার্থী শিখার পক্ষে কাজ না করতে নেতাকর্মীদের জেলা বিএনপির নির্দেশ পাঁচবিবিতে বোরো ধান চাল সংগ্রহের শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সর্বজনীন পেনশন স্কিম মেলা অনুষ্ঠিত ক্যান্সার আক্রান্ত স্কুলছাত্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন সুন্দরবন নিউজ টিম পূবাইলে কথা-কাটাকাটি জেরে,ভাড়াটিয়া পরিবারকে হত্যার চেষ্টা,নারী-বৃদ্ধসহ আহত ৬ কুড়িগ্রামে দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান; একটিকে জরিমানা অপরটি বন্ধ ঘোষণা পাঁচবিবি দারুল ইসলাহ একাডেমীর শিক্ষার্থীদের সাফল্য
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

চাঁদপুর পৌরসভার ১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা-DBO- News

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর জেলা প্রতিনিধি / ১১১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৯:৪২ অপরাহ্ণ

চাঁদপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের ১শ’ ১৪ কোটি ২৪ লাখ ১৬ হাজার ২শ’ ১৯ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় সাংবাদিক ও সচেতন মহলের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল এ বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, ৫০ কো‌টি টাকার দেনা নি‌য়ে এ প‌রিষদ কাজ শুরু ক‌রে, বর্তমান মেয়‌রের দুই বছর আট মা‌সের ম‌ধ্যে ৩২ কো‌টি টাকার দেনা প‌রি‌ষোদ ক‌রে‌ছেন। দেনার ম‌ধ্যে বিশাল অংকটা হ‌চ্ছে বিদ‌্যুৎ‌ বিল যা ২৩ কো‌টি ৭২ লাখ টাকা। সকল কিছুর উত্তোরন ঘ‌টি‌য়ে পৌর মেয়র এবছর ১১৪ কো‌টি টাকার বিশাল ও বাস্তবায়ন‌যোগ‌্য বা‌জেট পেশ ক‌রে‌ছে। পৌর মেয়র পৌরসভার বর্ধিত এলাকার প্রা‌ন্তিক জন‌গো‌ষ্ঠির জন‌্য অ‌নেক কাজ ক‌রে‌ছেন। অতীত প‌রিষ‌দের ২০০৭ সা‌লের পৌরকর্মচারী‌দের গ্রেজু‌য়ে‌টির টাকা বর্তমান প‌রিষদ প‌রি‌ষোদ ক‌রে‌ছেন। বর্তমান প‌রিষদ একটাও টেক্স বৃ‌দ্ধি ক‌রে‌নি তা নি‌য়ে অ‌নে‌কের ম‌ধ্যে মতপার্থক‌্য থাক‌তে পা‌রে। ত‌বে চাঁদপুর পৌরসভা টেক্স না বা‌ড়ি‌য়ে টেক্স নেট বা‌ড়ি‌য়ে‌ছে। পৌর মেয়র নির্বচ‌নের সময় যে প্রতিশ্রু‌তি দি‌য়েছি‌লেনন তা বাকী সময়ে শেষ হ‌বে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি। মেয়র ও তার প‌রি‌ষদ কর্মচারী‌দের ব‌য়েয়া বেতন প‌রিষদ না হওয়া পর্যন্ত ওনা‌দের ভাতা নেন‌নি। রাজনীতির সুস্থধারা চর্চার জন‌্য মেয়র তার বক্ত‌ব্যে অ‌নেক কথা ব‌লে‌নি ব‌লে উ‌ল্ল্যেখ ক‌রে‌ছেন।

তি‌নি আরও ব‌লেন, খুব শীঘ্রই আধু‌নিক নৌ বন্দ‌রের কাজ শুরু হ‌বে। এস‌বি খাল ও বিদ‌্যাব‌তি খাল‌কে খনন পূর্বক প‌রিচ্ছন্ন রাখ‌তে জেলা প্রশাসন ও পৌরসভা কাজ কর‌বে। পর্যটন‌কেন্দ্র হওয়ার বিষ‌য়ে আলাপ আ‌লোচনা হ‌চ্ছে। অব‌হে‌লিত এলাকায় সোলার স্ট্রিট লাইন অ‌নেক লাগা‌নো হ‌য়ে‌ছে। সবকিছু মি‌লি‌য়ে অ‌নেক কাজ হ‌য়ে‌ছে আরও অ‌নেক উন্নয়ন কাজ হ‌বে ব‌লে আ‌মি বিশ্বাস ক‌রি।

পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল তার বক্তব্যে বলেন, পূর্বতন পৌর প‌রিষদের বিরাট দেনা নি‌য়ে আমরা কাজ আমি যে‌দিন দা‌য়িত্ব নেই তখন ২২ হাজার টাকা ব‌্যাং‌ক ছিল। ৫০ কো‌টি ট্কার অ‌ধিক দেনা নি‌য়ে প‌রিষ‌দের কাজ শুরু ক‌রি। তারম‌ধ্যে বিদ‌্যুৎবিল ছিল ২৩ কো‌টি ৭২ লাখ টাকা। পৌর কর্মচারী‌দের ৮ থে‌কে ৯ মাসের ব‌কেয়া বেতন আমরা দি‌য়ে‌ছি। আমরা দা‌য়িত্ব পালন কর‌তে দি‌য়ে দা‌য়িত্ব‌বোধ নি‌য়ে কাজ করে‌ছি। রাজনীতির সুস্থধারা চর্চার জন‌্য আ‌মি বক্ত‌ব্যে অ‌নেক‌কিছু উ‌ল্ল্যেখ করলাম না। আ‌মি আসার পূ‌র্বে বা‌জেট ছিল ২৫ কো‌টি টাকা। এবছর আমরা তা ১১৪ কো‌টির বা‌জেট পেশ কর‌ছি। এরম‌ধ্যে রাজস্ব বা‌জেট ধরা হ‌য়ে‌ছে ৪২ কো‌টি টাকা। ২ বছর ৮ মা‌সে পৌরসভা নিজস্ব আয় থে‌কে ৫০ কো‌টি টাকার কাজ ই‌তিম‌ধ্যে শেষ ক‌রে‌ছি। যেভা‌বে আমরা পৌরসভা‌টি‌কে পে‌য়ে‌ছি তা‌তে ম‌নে হয়নি পৌরসভার কোন অ‌বিভাকক ছিল।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল ইসলাম, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, শাহরাস্তি পৌরসভার মেয়র মো.আব্দুল লতিফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি।

চাঁদপুর ১১নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটওয়ারীর পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, ডা. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, রহিম বাদশা, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সময় টেলিভিশনের চাঁদপুরস্থ প্রতিনিধ ফারুক আহমেদ, আলোকিত বাংলাদেশের চাঁদপুরস্থ প্রতিনিধ শওকত আলী, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, চাঁদপুর কন্ঠের প্রতিনিধি মিজানুর রহমান।

ছবির ক্যাপশন: চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

ছবির ক্যাপশন: চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!