ফেনীর ফুলগাজীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা।
শনিবার উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায়, ফু্লগাজী ক্রীড়াচক্রের পরিচালনায়, ফু্লগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল আমিনের সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন ফু্লগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসিম, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান ভি পি নরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, উপজেলা ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, সদস্য আনিসুল হক সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে দরবারপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম আনন্দপুর ইউনিয়ন একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। খেলায় আনন্দপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দরবারপুর ইউনিয়ন।