ময়মনসিংহে জাতীয় তরুন পার্টি নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে গতকাল বিকাল ৫ ঘটিকায় উপজেলা পরিষদের পিছনে বাগান বাড়ির সামনে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি পল্লীবন্দু হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় তরুন পার্টি নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ এমদাদুল হক বুলবুলের সভাপতিত্বে, জাতীয় তরুন পার্টির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সালামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হাসমত মাহমুদ (তারিক ভূঁইয়া)। তিনি বলেন হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র র্ধম ইসলাম ও পবিত্র শুক্রবার কে সাপ্তাহিক ছুটির দিন ঘোষণা করেন, তার অবদান এদেশের জনগণ কখনোই ভুলতে পারবে না। আমরা তার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করছি। এছাড়া আরো বক্তব্য রাখেন আজহারুল ইসলাম রতন, রবিকুল ইসলাম, আবদুস সাত্তার, আবুল কালাম, আবুল হাসিম ভূঁইয়া মিলন,রফিক উদ্দিন ভুঁইয়া,রাসেল মীর। উপস্থিত ছিলেন জাতীয় পার্টি,উলামা পার্টি, জাতীয় যুব সংহতি,শ্রমিক পার্টি ও তরুণ পাটির সহ
বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুপুর ১১ঘটিকায় আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক ভূঁইয়ার ব্যক্তিগত কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল, এবং গরীব,মিসকিন ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন ।