জামালপুরের বকশীগঞ্জে পবিত্র হজ থেকে ফিরেই সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেছেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর।
বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে নিলাখিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামে অবস্থিত সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন।
কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিক নাদিমের শোকাহত পরিবারের সাথে কথা বলেন এবং শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এসময় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, পৌর কাউন্সিলর হারুন অর রশিদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে উপজেলা প্রেস ক্লাবের সদস্য ও বাংলানিউজ টোয়েন্টি ফর ডটকম এর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসভবনে ফেরার পথে শহরের পাট হাটি মোড়ে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। হামলায় মারাত্মক আহত নাদিম ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
এঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম।