ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামীলীগ ৪ নং উমার ইউনিয়ন শাখার ৬ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্টিত।
বুধবার (১২- জুলাই) বিকেল ৫ টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে চন্ডিপুর বাজারে ওয়ার্ড আওয়ামীলীগের বর্ধিত সভায় উমার ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা প্রধান ও চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উমার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম হেলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মোসলেম উদ্দিন,উপজেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি মো. ছানাউল ইসলাম, উমার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আতাউর রহমান স্বপন,উমার ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি দোলন হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মমিনুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. মাহাবুবুর রহমান ও সাধারণ মো. জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও উমার ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. নুর সাইদ ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রেজুয়ান হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ স্থানীয় জনসাধারণসহ প্রমুখ উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় আলোচ্য বিষয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় ও খলিয়ান বৈঠক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।