সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ আবু জাফর রাজু। তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার পিতা সাবেক এমপি মরহুম আব্দুল জব্বার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে দায়িত্বে আছেন। তিনি একজন কর্মকর্তা হয়েও কুলাউড়া উপজেলার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন। যা একজন জনপ্রতিনিধির কাছে এতো উন্নয়ন করা দু:সাধ্য ব্যাপার। তিনি গত তিন চার বছরে প্রায় হাজার কোটি টাকার উন্নয়ন করেছেন। এছাড়া আরও প্রায় হাজার কোটি টাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রস্তাব প্রেরণ করেছে। এসব উন্নয়নে ইতিমধ্যে এলাকায়ও তিনি একজন জনপ্রিয় ব্যক্তি হয়ে ঊঠেছেন। এখন তাকে উন্নয়নের বরপুত্র হিসেবে আখ্যায়িত করেছেন উপজেলার জনসাধারণ।
তিনি বলেন প্রিয় কুলাউড়াবাসী,
আমি অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে, বঙ্গবন্ধুকন্যা, মাদার অফ এডুকেশন, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার -২ কুলাউড়া সংসদীয় আসনের স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ টি একাডেমিক ভবন ও মেরামত ও সংস্কারের জন্য ১২ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তালিকা গুলো এখানে জুড়ে দেয়া হলো।
১. উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়[শ্রেণিকক্ষ নির্মাণ] ১ কোটি ৫০ লক্ষ টাকা
২. মহতেছিন আলী উচ্চ বিদ্যালয় [শ্রেণিকক্ষ সম্প্রসারণ] ২ কোটি টাকা
৩. টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় [শ্রেণিকক্ষ নির্মাণ]. ১ কোটি ৫০ লক্ষ টাকা
৪. কর্মধা উচ্চ বিদ্যালয় [শ্রেণিকক্ষ নির্মাণ]
১ কোটি ৫০ লক্ষ টাকা
মোট = ৬ কোটি ৫০ লক্ষ টাকা
১. নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
২. ইয়াকুব তাজুর মহিলা কলেজ [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৩. সাধনপুর উচ্চ বিদ্যালয় [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৪. হিংগাজিয়া উচ্চ বিদ্যালয় [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৫. মহেতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৬. মনু মডেল কলেজ [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৭. রাজনগর উচ্চ বিদ্যালয় [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৮. শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় [মেরামত ও সংস্কার]. ২০ লক্ষ টাকা
৯. রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
মোট = ১ কোটি ৮০ লক্ষ টাকা
১. দারুছুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা [শ্রেণিকক্ষ নির্মাণ]. ১ কোটি ৫০ লক্ষ টাকা
২. হিংগাজিয়া সিনিয়র সাদ্রাসা [শ্রেণিকক্ষ নির্মাণ] ১ কোটি ৫০ লক্ষ টাকা
🥀 কওমি মাদ্রাসা হওয়ায় ২টিতে ভবন বরাদ্দ হয়নি।
মোট = ৩ কোটি টাকা
১. শ্রীপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
২. গৌড়করণ নুরুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৩. গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৪. বাংলাটিলা দাখিল মাদ্রাসা [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
৫. গণকিয়া দাখিল মাদ্রাসা [মেরামত ও সংস্কার] ২০ লক্ষ টাকা
মোট = ১ কোটি টাকা
🥀 কওমি মাদ্রাসা হওয়ায় ৩টিতে মেরামত ও সংস্কারের জন্য টাকা বরাদ্দ হয়নি।
সর্বমোটঃ ১২ কোটি ৩০ লক্ষ টাকা