হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হওয়ার পর ভোর ৫ টার দিকে চাঁদপুর চট্টগ্রাম রেলপথের আন্তনগর মেঘনা এক্সপ্রেসটি সকাল সোয়া ৭টায় চাঁদপুর রেলওয়ে কোর্ট ষ্টেশন থেকে চট্টগ্রামের উদ্দ্যেশ্যে ছেড়েছে যায় ।
তবে ইঞ্জিনটি মাঝপথে কোন সমস্যায় পড়বে কিনা এমন শঙ্কায় আছেন যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন ছাড়ার প্রাক্কালে এর সহকারী লোকমটিভ মাষ্টার সাইদ মোঃ তাহের দেখলেন ২৯২৪ ইঞ্জিনটি অত্যাধিক গরম হয়ে যায় । তিনি ওই ইঞ্জিন ঠান্ডা করতে নজেল খুলে দেন, তবে পানি উপরে উঠলে দুর্ভাগ্যবশত পানি ইঞ্জিনের সাথে গরম হয়ে তার মুখ, বুক ও শরীরে পড়লে তার শরীর গরম পানিতে ঝলসে যায়।
তাকে চাঁদপুর সদর হাসপতালে নেয়া হলে অবস্থা আশঙ্কা জনক দেখে চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা পাঠিয়ে দেন।