লক্ষ্মীপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ হিমাংসু বৈদ্য(৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আজ ( মঙ্গলবার) দিবাগত রাত ২ টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ( বিসিজি) লক্ষ্মীপুর মজুচৌধুরী লঞ্চ ঘাট এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ভোলা গামী “ফেরি কিষান”থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক হিমাংসু বৈদ্য কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামের ৩ নং ওয়ার্ডের অমূল্য চন্দ্র বৈদ্যের ছেলে। সে দীর্ঘদিন যাবত দক্ষিনাঞ্চলে মাদক পাচার করে আসছে।
বিসিজি স্টেশন লক্ষ্মীপুর কন্টিনজেন্ট কমান্ডার
এম সাইদুর রহমান (পিও) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মধ্য রাতে নদী পথে মাদকের একটি চালান ভোলা যাবে।
খবর পেয়ে মজু চৌধুরী লঞ্চ ঘাট এলাকায় অবস্থান নেয় কোস্ট গার্ড। রাত ২ টার দিকে ঘাট থেকে কিষান নামে একটি ফেরী ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুক্ষন পর মেঘনা নদীতে চলন্ত ফেরী কিষানে অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় দুই ব্যক্তির আনাগোনা সন্দেহ হয়। পরে হিমাংসু বৈদ্য নামে এক মাদক ব্যবসায়ীকে তল্লাশী করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাইনুদ্দিন নামের অপর মাদক ব্যবসায়ী সাধারন যাত্রীদের মাঝে মিশে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড।