হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের জনতা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাম গোলদারকে তার দোকানে এসে হুমকি ধুমকি দেন চরভাঙ্গা গ্রামের গরুর ব্যবসায়ী মোঃ হারুন মোল্লা। সালাম গোলদার জানান, চরভাঙ্গা ৯ নং ওয়ার্ড গাজী বাড়ির আবুল গাজী, সৈয়দ গাজী ও খাজা গাজীর সাথে হারুন মোল্লা, ইউসুফ মোল্লার দির্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের গত সোমবার উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে সালাম গোলদারে ভাগিনা সাইফুল ইসলাম ও আহত হন। তারা হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে ঘটনাকে কেন্দ্র করে হারুন মোল্লা হুমকি ধমকি দিয়ে সালাম গোলদারের দোকানে উপস্থিত হয়ে বলেন, সে যেনো এসব বিষয় নিয়ে কোন কথা না বলে। বললে যেকোন জায়গায় পেলে তাকে হত্যার হুমকি দেয়। বর্তমানে সালাম গোলদার ও তার পরিবার সহ সকলে নিরাপত্তা হিনতায় রয়েছেন।
এবিষয়ে হুমকি কারীর বিরদ্ধে হাইমচর থানায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী সালাম গোলদার।