লাকসামে অটোরিকশা মিশুকের চলাচলে জনজীবন অতিষ্ঠ। এর প্রতিকার কোথায়?
যেমন গত শনিবার লাকসাম ফতেপুর ব্রিজের সংলগ্ন একটি অটো রিক্সা একটি সিএনজি ড্রাইভারকে আঘাত করলে সাথে সাথে ওই ড্রাইভার মৃত্যুবরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন
লাকসাম বাজারে দিন_দিন অটোরিকশার কারনে শিশু-কিশোর থেকে বৃদ্ধা পর্যন্ত সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে । এবং কি অনেকের প্রাণ ও হারাচ্ছে।
যদিও এ বিষয়ে পত্রপত্রিকা অনেক লেখালেখি করা হয়েছে, কিন্তু তাতেও এর সংখ্যা কমানি এবং লাকসামের প্রশাসন এখনো কোন পদক্ষেপ নেওয়া হয়নি। জানিনা আর কত মায়ের বুক খালি হলে যুগ উপযোগী ব্যবস্থা নেওয়া হবে???
এ শান্তিময় লাকসামকে যানজট মুক্ত করতে অচিরেই এদের সংখ্যা কমিয়ে দিতে হবে। নয়তো কিছু দিন পর এ চিরচিনা দৌলতগঞ্জ বাজার হার আসল রূপ হারিয়ে হয়ে কেতা শূন্য হয়ে পড়বে। যার একটা বড় অংশ ঘাটতি পড়বে ব্যবসায়ীদের।