খুলনার দাকোপের আর্য্যহরিসভা খুটাখালী বাজুয়া শ্রী অঙ্গনে সনাতন ধর্ম প্রসার ও আরো বেগমান করার লক্ষে শ্রী”রাম মন্দির” “শীব মন্দির” ও “রামকৃষ্ণ মন্দির এর শুভ ভিত্তি প্রস্তর স্হাপন উপলক্ষে এক আলোচনাসভা আজ ৩০ জুন শুক্রবার সকাল ১০ টারদিকে আর্য্যহরিসভা অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ভক্তদের পদচারনায় কানায় কানায় পরিপুর্ণ হয়ে উঠে আর্য্যহরিসভা শ্রী অঙ্গন। খুটাখালী বাজুয়া আর্য্যসভার মহাপরিচালক সরোজিত কুমার রায়ের সভাপতিত্বে ও আর্য্য হরিসভার উপ-মহাপরিচালক ও বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস কুমার রায়ের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা -১ আসনের সাবেক সংসদ ও খুলনাজেলা আওয়ামী লীগের সদস্য শ্রী ননীগোপাল মন্ডল,বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস,অধ্যক্ষ অচিন্ত কুমার মন্ডল,গৌর পদ বাছাড়,অসিত বরন সাহা। চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল,দেবপ্রসাদ গাইন,আর্য্য হরিসভার উপ-পরিচালক জীতেন্দ্রনাথ বিশ্বাস, সাধারন সম্পাদক বিজন কুমার রায়,প্রাক্তন সাধারন সম্পাদক নিমাই চাঁদ দাস,কষাধক্ষ্য শ্যামল কুমার রায়, মলয় রায়,পরিমল বিশ্বাস,অধ্যাপক নারায়ন রায় সহসাধারন সম্পাদক প্রবীর রায় বাপী, প্রধান শিক্ষক অশোক রায়, প্রদিপ সরদার,সহ কার্য্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ।