হাইমচর উপজেলার ২ নং উত্তর আলগী ইউনিয়নের নয়ানী লক্ষীপুর গ্রামের সিকদার বাড়ির জেসমিন বেগম। বয়স (২০) বছর। তার স্বামীর নাম খোরশেদ মিয়া, জেসমিন বেগম মানসিক ভারসাম্যহীন। সম্প্রতি জেসমিন বেগম নিখোঁজ রয়েছে। তার ১বছরের একটি ছেলেকে ও সাথে নিয়ে গেছেন।
জেসমিন বেগমের পরিবার অনেক খোঁজাখুঁজি করে ও তাকে পাওয়া যায়নি।
কোন হৃদয়মান ব্যক্তি যদি পেয়ে থাকেন তবে তার পরিবারের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা গেল। যোগাযোগ করুনঃ 01758964976 /01787794847।