পবিত্র ঈদুল আজহা উপলক্ষে, দেশবাসি, গনম্যধম, মানবাধিকারকর্মী সহ দেশের বাহিরে যারা আছেন সকলকে দেশের জনপ্রিয় ও আলোচিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলার অধিকারের পরিবারের পক্ষে থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন দৈনিক বাংলার অধিকারের প্রধান উপদেষ্টা/ আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা।‘আজহা’ অর্থ কুরবানি বা উৎসর্গ করা।
দেশের সকল প্রান্তে এই ঈদুল আজহা পালন করছেন, সুখ দুঃখের সাথে অংশীদার, বেদনা, কস্ট, সহ্য করেই আজ একসাথে হতে পেরেছি পরিবার পরিজন ও প্রিয়জন। সকল বিভেদ ভুলে রাজনৈতিক, সামাজিক যোগাযোগমাধ্যমে ও গনম্যাধম সকলের সাথে সকলর সুসম্পর্ক তৈরি হোক দেশের উন্নয়ন গতিশীল থাকুক।।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে তিনি বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মনোভাব জাগ্রত করে এবং সহিষ্ণুতার শিক্ষা দেয়। তিনি বলেন, মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন আবশ্যক। পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
আলহাজ্ব মিজানুর রহমান কালু ভূইয়া,
দৈনিক বাংলার অধিকার
www.dainikbanglarodhikar.com