সুখ
পবিত্র চক্রবর্তী
২৩.০৬.২০২৩
হোউক না জীর্ণ অসুন্দর
নিজ গৃহ খানি,
সেথায় গিয়েই শান্তি পাই
জুড়ায় পরাণি।
পরের দালান কোঠা দেখে
কিবা লাভ আছে,
যেথায় পরের যাওয়া আসা
খায় দুধে মাছে।
আমার না হয় শাক ভাতে
নিত্য দিন যায়,
তাতেই খুশি থাকি আমি
স্রষ্টার কৃপায়।
বিধি যারে যেমন কৃপায়
রাখে চিরদিন,
তাতেই সুখে থাকতে হবে
থাকা সমীচীন।
পরের অট্টালিকা দেখেই
গর্বে ভরে বুক,
সকল মানুষ সুখে থাক
তার মাঝে সুখ!