দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২২জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় ক্রমানুসারে উম্মে কুলসুম বানু, মেসবাউল ইসলাম মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:) অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ শাহারিয়ার পারভেজ (সজল), থানার উপ-পুলিশ পরিদর্শক এরশাদ মিয়া, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহাজান আলী সহ আরও অনেকে।
এছাড়া আইন-শৃঙ্খলা সভায় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বিভিন্ন স্কুল-কলেজের প্রধানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদক, বাল্যবিবাহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডসহ ঘটনা নিয়ে আলোচনা করেন এবং মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বড়ানোসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানানন।