রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় প্রভাবশালী আওয়ামী লীগের নেতাদের ছত্রছাঁয়ায় অবৈধভাবে পুকুর খনন চলছে।
ফসলি জমিতে পুকুর খনন বন্ধের নির্দেশ থাকলেও প্রশাসন ও স্থানীয়দের ম্যানেজ করেই চলছে পুকুর খননের মহোৎসব।
সরজমিনে গিয়ে দেখা গেছে, তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বাছিয়া পাড়া, ৪নং ওয়ার্ড হরিফলা ও ৫নং ওয়ার্ড জামলই গ্রামের মাঝামাঝি যোগার বিলে এলাকার প্রভাবশালী সার ব্যবসায়ী হাসেম ও তার ছেলে সোহরাব হোসেন সরদার, ২নং ওয়ার্ডের কাউন্সিলর আলম সরদার ও তার বড় ভাই আইয়্যুব আলী সরদার সহ আরও অনেকে প্রধামন্ত্রীর নির্দেশ অমান্য করে দুই ফসলি ধানি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করছে। জমির মালিকরা এই প্রতিবেদককে জানান, আমাদের জমি না বলেই রাতারাতি জোড় করে দখল করে পুকুর খনন করছে দুইটি ভেকু নামিয়ে। অবৈধ পুকুর খনন কারীর এক অংশীদার দম্ভ করে বলেন যুবলীগ নেতাকে বিঘা প্রতি ১লাখ টাকা চুক্তি দিয়েছি। তিনি আরও বলেন, স্থানীয় ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং হলুদ সাংবাদিকদের ম্যানেজ করার দায়িত্ব ঐ যুবলীগ নেতার।
এ ব্যাপারে বাগমারা থানার ( ওসি) অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। এব্যাপারে বাগমারা উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এবং এসিল্যান্ড সিটি কর্পোরেশনের ভোটের কারনে রাজশাহীতে আছি। এর পরও অবৈধ পুকুর খনন বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য দ্রুত চেষ্টা করছি।