পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০
০৬.২৩ইং তারিখ রোজ মঙ্গলবার ভোর হতে উপজেলার বিভিন্ন মন্দিরে দিনভর নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় উপজেলার কালাইয়া বন্দরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কালাইয়া বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পড়ে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সভাপতি অতুল চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা শিবানন্দ রায় বণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক উত্তম কুমার কর্মকার, দুলাল কর্মকার, কার্তিক সাহা, গোবিন্দ সাহা. গৌরাঙ্গ মালাকার, পলাশ কর্মকার প্রমুখ। মদন মোহন জিউর আখড়া বাড়ি মন্দিরের সাধারন সম্পাদক উত্তম কুমার কর্মকার জানান, রথযাত্রা উপলক্ষে মন্দিরে ৮ দিন ব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।