খুলনার দাকোপের
আজ ২০ জুন মঙ্গলবার জগন্নাথ দেবের রথযাত্রা।
জগন্নানাথ দেবের রথযাত্রার উৎসব উপলক্ষে বাজুয়া -খুটাখালী আর্যহরিসভা ও ধুতিয়ারা মন্দিরের সহযোগিতায় রথযাত্রার উৎসব
উপলক্ষে সাজ সাজ রব।নানা আয়োজনের মধ্য অনুষ্ঠিত জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে সকালের দিকে শোভাযাত্রা বিকালের দিকে ভোজন কির্তন ও ভাগবতী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এই লক্ষে একটি বণাঢ্য র্যালী শোভাযাত্রা আকারে বাজুয়া খুটাখালী বাজারের বিশেষ বিশেষ সড়ক পদিক্ষণ শেষে আর্য্যহরিসভা অঙ্গনে এসে শেষ হয়।
আজই জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়বে। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা। এবছর জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পড়েছে আজকের দিনে, অর্থাৎ ২০ জুন, মঙ্গলবার।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, এ বছর শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে ১৯ জুন সকাল ১১-২৫ মিনিটে।দ্বিতীয়া তিথি থাকবে মঙ্গলবার অথাৎ ২০ জুন দুপুর ১.০৭ মিনিট পযযন্ত। মঙ্গলবার মূল রথযাত্রা শুরু হবে রাত ১০.৪ মিনিটে। রথযাত্রার সমাপন হবে বুধবার সন্ধে ৭.০৯ মিনিটে। রথযাত্রার ৮ দিন পর পালিত হবে উল্টো রথযাত্রা। রথযাত্রার দিন নানা শুভকাজের জন্য আদর্শ। নতুন অলঙ্কার, বাহন কেনা থেকে শুরু করে শুভ কাজের জন্য এই তিথি এবং দিনটি খুবই শুভ মানা হয়।
আজ দিনভর নানা শুভ মুহূর্ত আছে। পঞ্জিকা অনুযায়ী আজ সকাল ১১.৫৫ থেকে দুপুর ১২.৫১ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং আবার দুপুর ২.৪২ থেকে ৩.৩৮ পর্যন্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত। মঙ্গলবার সকাল ৮.১১ থেকে ৯.০৭ পর্যন্ত এবং রাত ১১.২৩ থেকে রাত ১২.০৩ পর্যন্ত শুভ মুহূর্ত যোগ রয়েছে, পঞ্জিকা অনুযায়ী৷আজ মহা ধুমধাম সহকারে বিভিন্ন জায়গায় রথযাত্রা উৎসব পালিত হয়য়ে থাকে।