ঢাকারবিবার , ১৮ জুন ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সেদিন এসেছিল যে সন্ধ্যায়

প্রতিবেদক
admin
জুন ১৮, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সেদিন এসেছিল যে সন্ধ্যায়
লেখক মো: কল্লোল হাসান শুভ

“সেদিন এসেছিল যে সন্ধ্যায় যার মূখ ভরা ছিল মিষ্টি হাসি, চোখ জূড়ে ছিল মায়াবীর প্রতিচ্ছবি, কণ্ঠ ছিল মধুর মণরমা”
যার দু হাঁতে বাজে রেশমি চুরির গুঞ্জন
সে ছিল এক অপরূপা ……।
সেদিন এসেছিল যে সন্ধ্যা!
সে ছিল খুব নিকটে হয়নি তবুও প্রথম পরিচয়। নিতাম আমি খুব আপন করে, বুঝতো যদি সে খুবকরে।
সে ছিল হাজারো লোকের মাঝে একা বুঝেছিলাম নিরবে, হিংসা বিদ্বেষ সে চলে এরিয়ে।

সেদিন এসেছিল যে সন্ধ্যায় মোর সান্নিধ্যে তবুও কোথাও যেন তাঁর মনে
বড় দুঃখ ছিল হৃদয়ে গেঁথে গেয়ে চলে-
ভাবিনি আর সে যে গেছে চলে, তবুও মন কি আর কথা শুনে, যেতে দিয়েছি হারিয়ে হাজারো লোকের অভীরে।
ক্ষণিকের সময়ে এই পৃথীবির বুকে কতো আসে ফিরে যায়।
আমি রাখিনি কোন আশা অবশেষে হলাম নাকি একা?
সেদিন এসে ছিল যে সন্ধ্যায়, সেদিন এসে ছিল যে সন্ধ্যায়!!হারিয়ে গেছে হাজারো লোকের অভীরে। তবুও রাখিনি তারে মনে।

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি:
১৮-জুন-২৩

Don`t copy text!