তারিখ: ১৬-০৬-২০২৩ ইং। বিধবা বৃদ্ধা মায়ের কাছে থাকা গচ্ছিত টাকা ও মায়ের নামে থাকা জমি ছেলেরা নিজেদের নামে লিখে নিয়ে গর্ভধারিণী মাকে বসত বাড়ি হতে বের করে দেয়ার অভিযোগে রাজারহাট থানা পুলিশ পিতামাতার ভরণপোষণ আইনে দুই ছেলে ও বৌকে আটক করে গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
পুলিশ জানায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের মৃত মমতাজ উদ্দিনের স্ত্রী মোছাঃ ছালেহা বেগম (৭৪)কে তার সন্তান ও বৌয়েরা বিভিন্ন সময় শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে আসতো। বৃদ্ধা ছালেহা বেগমের স্বামী মারা যাবার পর জমিজমা সন্তানরা নিজের নামে লিখে নেয়। এমন কি বৃদ্ধার সারা জীবনের সঞ্চয় ০১ লক্ষ ৪০ হাজার টাকা সেটিও জোরপূর্বক কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেন নিজের সন্তান জাবেদ আলী ও সাদেক আলী এবং তাদের স্ত্রী মোছাঃ জেসমিন বেগম ও স্বপ্না বেগম।পরে রাজারহাট থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিধবা বৃদ্ধা ছালেহা বেগমের অভিযোগ আমলে নিয়ে সন্তানদের ও প্ররোচনা দানকারী বৌদের গ্রেফতার করে পিতা মাতার ভরণপোষণ আইনে তাদের কারাগারে প্রেরণ করেন।
বৃদ্ধা ছালেহা বেওয়া বলেন, আমার স্বামী মারা যাওয়ার পর সন্তানরা আমাকে ফুসলিয়ে জমি জমা তাদের নামে লিখে নেন। আমার ভরনপোষণ দেয়ার কথা বলে বিভিন্ন অজুহাতে আমার টাকা কেড়ে নিত। টাকা না দিলে সন্তান আর বৌয়েরা মিলে আমার সাথে নানান রকম শারীরিক ও মানসিক নির্যাতন করতো। জমি জমা লিখে নেয়ার পরও তারা ভালো হয় নাই। আমার গচ্ছিত শেষ সম্বল ১ লাখ ৪০ হাজার টাকা ওরা কেড়ে নিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, বৃদ্ধার অভিযোগ আমলে নিয়ে পিতামাতার ভরণপোষণ আইনে সন্তান ও তাদের স্ত্রীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও সুষ্ঠ বিচার নিশ্চিত করার লক্ষ্যে তদন্তের কাজ চলমান রয়েছে।