চাঁদপুরে দু’ পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছে।
শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাহাদুরপুরে সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম মোবারক হোসেন বাবু (৪৮)।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মহিউদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর গুলিবিদ্ধ ব্যক্তি মারা গেছেন। একজন আহতের খবর পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।