বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বাউফলে ঘরে ঢোকার মূল ফটকে তালা লাগিয়েছে আপন চাচা-DBO-news

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।। / ১৪২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ১৪ জুন, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় বসত ঘরসহ জমি লিখে দিতে রাজি না হওয়ায় ঘরে ঢোকার মূল ফটকে তালা লাগিয়ে ভাতিজার পরিবারের যাতায়াত বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে।

উপজেলার ৪নং সূর্য্যমণি ইউনিয়নের নুরাইনপুর-তাঁতেরকাঠী সেতু-সংলগ্ন তাঁতেরকাঠি অংশে আঃ রব মৃধার বাড়ির পূর্ব পাশে পাকা টিনসেড ভবনসহ জমি লিখে না দেওয়ায় ওই ভবনে ঢোকার একমাত্র পথের লোহার দরজায় তালা লাগিয়ে প্রায় তিন মাস ধরে ভাতিজার পরিবারের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৪.০৬.২৩ইং তারিখ রোজ বুধবার সরেজমিনে স্থানীয়রা জানান, উপজেলার নুরাইনপুর মৌজার ২০৬ নম্বর খতিয়ানের ১৬৬৪/১৮৫২ নম্বর দাগের ছয় শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক আবদুল বারেক হাওলাদার। ওই জমিতেই ২০১০ সালে একটি পাকা টিনসেড একতলা ভবন নির্মাণ করেন আবদুল বারেক। ওই ভবনের মধ্যে পূর্ব পাশে তিনি ও তাঁর স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন। পশ্চিম পাশে নিজের আপন ছোট ভাই মো. মাঈনুল ইসলাম ওরফে বাবুলকে (৫৫) ভাড়া থাকতে দেন। ২০২০ সালের ২২ ডিসেম্বর মারা যান আবদুল বারেক। কিছুদিন যেতে না যেতেই মাঈনুল ইসলাম ওই ভবনসহ জমি লিখে দেওয়ার জন্য আঃ বারেকের দুই ছেলে মো. তানজীর ইসলাম (২৮) ও মো. তানভীর (২৬) এবং স্ত্রী মোছা. আকলিমা বেগমকে (৫৬) চাপ প্রয়োগ শুরু করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
তানজীর ইসলাম অভিযোগ করে বলেন, বিভিন্নভাবে ভবনসহ তাঁদের জমি লিখে দিতে চাপ প্রয়োগ করতে থাকেন তাঁর চাচা মাঈনুল ইসলাম। নিরুপায় হয়ে তিনি (তানজীর) বাদী হয়ে পটুয়াখালী আদালতে উচ্ছেদ মামলা করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের ভবনে ঢোকার একমাত্র পথে লোহার দরজায় গত ১৮ মার্চ তালা লাগিয়ে দিয়েছে মাঈনুল ইসলাম। বর্তমানে তাঁরা পিছনের দরজা দিয়ে অন্যের বাড়ির মধ্যে দিতে যাতায়াত করছেন।
প্রতিবেশী মো. আলতাফ হোসেন বলেন, বসতঘরে ঢোকার একমাত্র পথে লোহার দরজায় তালা লাগিয়ে দেওয়ায় এই পরিবারটি (তানজির) জিম্মি হয়ে পড়েছে। মানবিক কারণে আমার বাড়ির মধ্যে দিয়ে যাতায়াত করতে দিয়েছি।মাঈনুল ইসলাম এসব অভিযোগ স্বীকার করে বলেন, এই ভবনের অর্ধেক তাঁর টাকায় নির্মিত হয়েছে। এই জমি তাঁর নামে লিখে দেওয়ার জন্য তাঁর ভাই (আঃ বারেক) টাকা নিয়েছেন। লিখে দেওয়ার আগেই তিনি মারা গেছেন। এখন তাঁর দুই সন্তান ও স্ত্রী ভবনসহ জমি লিখে দিতে রাজি না হওয়ায় তালা লাগিয়ে দিয়েছি। ভবনসহ জমি লিখে না দেওয়া পর্যন্ত তালা লাগানো থাকবে। কারো কথায় খুলবো না।

 


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!