জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার (১২ জুন) দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুৎফুন নাহার।
মাসিক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. হুমায়রা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন, বকশীগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ , ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি, সাংবাদিক আশরাফুল হায়দার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম চাঁন প্রমুখ।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধ চোরা চালান প্রতিরোধ করা ও অবৈধ গরু সরবরাহ বন্ধ করা, মাদক প্রতিরোধে কাজ করা, ঈদ উপলক্ষে পরিবহনে অতিরিক্ত ভাড়া বৃদ্ধি রোধ করা, জাল নোট সিন্ডিকেট রোধ সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।