চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের আওতাধীন মীরসরাই রেঞ্জ কর্তৃক মহামায়া ইকো পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১২জুন) সকাল সাড়ে ১১টায় মহামায়া ইকো-পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ, গোভনীয়া বিট কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সহ বন বিভাগের কর্মকর্তা বৃন্দ।
মীরসরাই রেঞ্জ কর্মকর্তা সুত্রে জানা যায়, মীরসরাই রেঞ্জ আওতাধীন সর্বমোট ১৪১ হেক্টর বাগান সৃজন করা হবে। এর মধ্যে ৩ লাখ ৫২ হাজার ৫০০ টি গাছ রোপণ করা হবে। উক্ত বৃক্ষ রোপন মধ্যে রয়েছে গামার, চিতরশি, বৈলাম, তেলসুর, ডাকিজাম, গুটগুটিয়া, পিতরাজ, দারমারা, ইপিল ইপিল, কড়ই, গর্জন, গত্তা, আমলকি, হরিতকি, বহেরা, উরিয়াম সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।
মহামায়া ইকো পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান।