হাজিগঞ্জ উপজেলার ২নং বাকিলা আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গত ৮/৬/২৩ খ্রি: রোজ বৃহস্পতিবার নুরজাহান আ: রব মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন বীরমুক্তিযোদ্বা আঃ রব মিয়া খোকন বিএসসি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো বিল্লাল হোসেন রিপন।
ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজ সেবক মো: সফিউল আলম ও ইঞ্জিনিয়ার মো: শাখাওয়াত হোসেন।
মেডিকেল ক্যাম্প সার্বিকভাবে তত্ত্বাবধানে ছিলেন মো: আবু রায়হান, শফিকুল ইসলাম, নাবিলা বেগম, মাওলানা আবু সুফিয়ান, মো: আরিফুল ইসলাম, মো: সোহেল রানা, মো: মহিউদ্দিন মৃধা, আব্বাসউদ্দীন সহ এলাকার বিশিষ্টজনেরা। আগত রোগীদেরকে আন্তরিকতার সহিত পরামর্শ দিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
সাথে সাথে আনোয়ার আলী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে পরামর্শ প্রদান করা হয়।
ফ্রী ক্যাম্পের ডাক্তার হলেন ডা: ফারজানা রশিদ সারাহ্ এমবিবিএস, রিসার্চ ফিজিশিয়ান, আইসিডিডিআর, বি পিজিটি (গাইনি & অবস),
সিএমইউ (আলট্রাসনোগ্রাফি) সিসিডি(বারডেম)
ডিএমউ(আলট্রাসনোগ্রাফি)।ডাক্তার আবু মুছা
এমবিবিএস, সিএমইউ (আলট্রাসনোগ্রাফি)
এমপিএইচ মেডিকেল অফিসার ফেমাস হাসফাতাল এবং ডাক্তার সুহিতা রাহমান এমবিবিএস,
পিজিটি (গাইনি & অবস), সিএমইউ(আলট্রাসনোগ্রাফি)।অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো: ইমাম হোসাইন টিটু চেয়ারম্যান নুরজাহান আ: রব মিয়া ফাউন্ডেশ, হাজিগন্জ, চাঁদপুর।
মেডিকেল ক্যাম্প সফল ও সার্থক করায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সকমলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এলাকায় সর্বসাধারণ উক্ত মহতী কাজে ফাউন্ডেশনের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।