হাইমচর উপজেলার ৩ নং আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের মৃত কালাচান গাজীর মেয়ে হাজেরা আক্তার পাশ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার চর দুখিয়া ইউনিয়নের উত্তর বিষকাটালি এলাকার মৃত আলী আহম্মদ এর ছেলে মোঃ ফয়সাল কে প্রেমের ফাঁদে পেলে অর্থ আৎসাত ও বিয়ের চেষ্টা করেন। গত ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে ফয়াসাল ও হাজেরার মধ্যে ফেসবুকের বদৌলতে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে তাদের মধ্যে মেসেঞ্জার ও মোবাইলে কথোপকথন হয়। হাজেরা তার মিষ্টি কথায় ফয়সালকে প্রেমের ফাঁদে ফেলেন। সম্পর্কের এক পর্যায়ে হাজেরার ফয়সালের সাথে দেখা করেন এবং একটি রেস্তোরাঁয় খাবার খান। তাদের উভয়ের মাঝে যোগাযোগ চলমান থাকা অবস্থায় ফয়সাল হাজেরা সম্পর্কে জানতে পারেন সে একাধিক ছেলের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তাই ফয়সাল হাজের সাথে সবধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এতে করে হাজেরা গত ২৩ মার্চ বৃহস্পতিবার ফয়সালের বাড়িতে আসেন। সেখান থেকে হাজেরার পরিবারের পক্ষ থেকে তার ভাই মিজান ও ইউপি সদস্য আলী আহম্মদ দেওয়ান বিষয়টি সমাধানের দিন ধার্য করে তাকে নিয়ে আসেন। পরে হাজেরা ও তার ভাই মিজান বিষয়টি নিয়ে নানা অপপ্রচার চালিয়ে যায়।
এবিষয়ে দক্ষিণ আলগী ইউপি সদস্য আলী আহমদ দেওয়ান জানান, ঘটনাটি রমজানের শুরুতে ঘটেছে। ঈদের পর সমাধান হওয়ার কথা ছিল এ পর্যন্ত কোন সমাধান হয়নি। অপপ্রচারে বিষয়টি আমাকে জানানো হয়নি। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা অব্যাহত আছে।