আগামী ১৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে মণিরামপুর উপজেলার ৮ নম্বর হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের। নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী মহিলা নেত্রী ও নারী উদ্যোক্তা তহমিনা খাতুন শনিবার বিকালে ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ ভোটারদের সাথে নির্বাচনী গণসংযোগ করছেন। এসময় সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেন। উল্লেখ্য চেয়ারম্যান প্রার্থী মহিলা নেত্রী ও নারী উদ্যোক্তা তহমিনা খাতুন ইউনিয়নের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গরীব অসহায় মানুষের মাঝে সাহায্য সহানুভূতি করে আসছে। ফলে তিনি ইউনিয়ন বাসীর কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছেন। সম্প্রতি তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বাসীর অনুরোধে বিভিন্ন গ্রামে গ্রামে মতবিনিময় করে চলেছে। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে নারী নেতৃত্বের প্রসার ঘটাতে চাই। নির্বাচিত হয়ে এলাকার মানুষের সুখ দুঃখের সাথী হতে চাই। ইউনিয়কে স্মার্ট ইউনিয়নে রূপান্তিত করতে চাই। নিজে নারী উদ্যোক্তা হওয়াতে নারীদের উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করবো।