জামালপুরের বকশীগঞ্জে ব্রিজের নিচ থেকে এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বকশীগঞ্জ থানা পুলিশ রোববার (৪ জুন ) বিকাল সাড়ে ৫ টায় বকশীগঞ্জ-মেরুরচর সড়কের মেষের চর সর্দারপাড়া ব্রীজের নিচে পানিতে ভেসে থাকা নবজাতকের মরদেহটি উদ্ধার করেন।
এর আগে স্থানীয়রা পানিতে নবজাতকের মরদেটি দেখতে পেয়ে পুলিশকে অবগত করলে বকশীগঞ্জ থানা পুলিশ বিকালে মরদেহটি উদ্ধার করে থানায় নেন। তবে ধারণা করা হচ্ছে নবজাতকটি বেওয়ারিশ হওয়ায় কেউ সেখানে ফেলে রেখে যেতে পারে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।