রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ষোলঘরে  জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত  শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাগর চন্দ্র স্বপন, বিশেষ প্রতিনিধি / ১২৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩, ৮:৪৩ পূর্বাহ্ণ

প্রবাসে সকল বৈষম্য দূর করে সাংবাদিকদের একটি শক্তিশালী টিম গঠন করে ঐক্যববদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন মন্তব্য করে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মো. আবু জাফর এ কথা বলেন। গেল ২৭ মে দুবাইয়ের রয়েল কনকর্ড হোটেলে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এসএ টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল আলীম সাইফুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বাংলাদেশ হাইকমিশন ভারতের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাংবাদিক নেতা ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা, সংগঠনের প্রধান উপদেষ্টা ইয়াকুব সুনিক, উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়, ব্যবসায়ী ইব্রাহিম ওসমান আফলাতুন সিআইপি, ভাইয়া গ্রুপের চেয়ারম্যান মারুফ সাত্তার, নেফলেক্স গ্রুপের চেয়ারম্যান এ কে আজাদসহ আমিরাতে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও বরেণ্য ব্যক্তিবর্গ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বাংলাদেশ
রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান সম্মানিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। শপথ শেষে নবনিযুক্ত কমিটির সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান শাবান মাহমুদ ও ডিবিসি নিউজের নির্বাহী সম্পাদক রাহুল রাহা। পরে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জমে ওঠে দুবাইয়ের রয়েল কনকর্ড হোটেল।

অনুষ্ঠানে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ভুয়সী প্রশংসা করে বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায়-নীতি এবং জবাবদিহিতা থাকতে হবে। স্বাধীন সাংবাদিকতা ছাড়া গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা হবে না। রাষ্ট্রে সাংবাদিকতা যত নিরাপদ ও স্বাধীন হবে ততোই দেশ এগিয়ে যাবে, সমৃদ্ধ হবে। সঠিক তথ্য ছাড়া সংবাদ প্রচার করা যাবে না। প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয় এমন সংবাদও প্রচার করা যাবে না। কেবল ইতিবাচক সংবাদ প্রচারই দেশের উন্নয়ন অগ্রগতির বয়ে আনবে। বক্তারা আরো বলেন, কে কোন মতাদর্শে বিশ্বাসী, সেটা বিবেচ্য বিষয় নয়, সবাই এক সঙ্গে কাজ করলে পেশার মান বাড়বে, সমাজ এবং দেশের সমৃদ্ধ হবে। পরে নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের নির্বাহী সম্পাদক রাহুল রাহা বলেন, আমাদের স্বাধীন সার্বভৌম ও রাষ্ট্রের স্বাধীন পতাকা বিশ্বের কাছে ইতিবাচকভাবে উপস্থাপন করতে সাংবাদিকদের ভূমিকা পালন করতে হবে। আপনারা মনে রাখবেন সাংবাদিকতা মহৎ পেশার পাশাপাশি একটি সম্ভাবনাময় পেশা। এ উজ্জল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আপনাদেরকে সবার আগে আত্মমর্যাদাশীল হতে হবে, পেশাদার হতে হবে, নিরেপক্ষ হতে হবে। নিরেপক্ষতার নামে নির্লিপ্ত হলে চলবে না। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে এবং সবার সাথে পেশাধারীত্বের মাধ্যমে সুসম্পর্ক রক্ষা করতে হবে।

অনুষ্ঠানে সফল প্রবাসী নারী শ্রমিক,তরুণ উদ্যোক্তা ব্যাবসায়ীদের সম্মাননা প্রদান, কিঞ্জণ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ফোক গানের শিল্পী তামান্না হক,শিল্পী সামিদা চৌধুরী পপি,শিল্পী আরেফিন আকাশ সংগীত পরিবেশন করেন।
রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নতুন কমিটির সদস্যদের মধ্যে অভিষেকে আরো উপস্থিত ছিলেন বিআরইউ  উপদেষ্টা স্বাধীন টেলিভিশনের নির্বাহী পরিচালক মাহবুব হাসান হৃদয়, দৈনিক সময়ের কলম এর আমিরাত প্রতিনিধি বিআরইউ অর্থ সম্পাদক এ কে আজাদ রনি, সিটি নিউজের নির্বাহী সম্পাদক বিআরইউ তথ্য ও প্রযুক্তি সম্পাদক গোলাম সরওয়ার,বিআরইউ আপ্যায়ন সম্পাদক মো: মামুন অর রশিদ,সংগঠনের সদস্য দৈনিক বাংলার অধিকার এর সম্পাদক ও সাপ্তাহিক মানব খবর এর সহকারী সম্পাদক সাগর চন্দ্র (স্বপন),নির্বাহী সদস্য কিউ টিভির আমিরাত প্রতিনিধি  ও প্রতিদিন বাংলাদেশের দুবাই প্রতিনিধি মোহাম্মদ রিদওয়ান ও নবাগত সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইন,মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাসেল আহম্মেদ প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!