সংযুক্ত আরব আমিরাত দুবাই প্রবাসী বাংলাদেশীদের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন ও প্রদানের কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে।
গত মঙ্গলবার (৩০ মে) সকাল ১১ টায় এই কর্মসূচির মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রত্যাশিত প্রবাসে থেকে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির সুযোগ নিশ্চিত হওয়ায় প্রবাসীরা খুশি।
দুবাই দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখার মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির।
বক্তব্য দেন প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরওয়ার আলম,দুবাই ও উত্তর আমিরাত দ্বিতীয় সচিব বদরুল আহমেদ।
সভায় এনআইডি কার্যক্রম সংক্রান্ত নানা বিষয়ের উপর নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন প্রবাসীরা এবং ইতোপূর্বে এনআইডির জন্য আবেদনকারীদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।