ফরিদপুরে বিএনপির সকল অঙ্গসংগঠনের নানান আয়োজনের মধ্যে দিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
আজ (৩০মে) ২০ তারিখ মঙ্গলবার জেলা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা দিবসটি উপলক্ষে দিন ব্যাপী নানান কর্মসূচি পালন করে থাকেন।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ( ফরিদপুর বিভাগ)ও সভাপতি ফরিদপুর মহানগর যুবদলের সহ-সভাপতি বেনজীরআহমেদতাবরীজের নেত্রীতে বিশাল এক র্যালি, শহরের বিভিন্ন জায়গায় প্রদর্শনী করেন। এরপর আলোচনা সভা, দোয়া মাহফিলের পাশাপাশি বিনা মূল্যে রক্তদান, অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের কর্মসূচি পালন করেন।
এরপর বিকেল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আযম খান, আতাউর রশিদ বাচ্চু, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি,সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন তৎকালীন আওয়ামী দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত,এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে ও আওয়ামী দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে ।
উক্ত আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত সহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।