মৌলভীবাজার জেলার জুড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি পালন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৮ মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে
উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার ওসি তদন্ত হুমায়ুন কবির, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা নিখাত সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, সাংবাদিক তাজুল ইসলাম প্রমুখ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।