উদ্ভাবনী
রাণু সরকার
কোনদিন দেখিনি তোমায়
কি করে
চিনবো বলতো?
অলক্ষ্যের তো নও, কেনো করো
আত্মগোপন?
দৃশ্যরূপ কল্পনায় ছিলো পোষা মনের হরষে!
উদ্ভাবনী শক্তিতে এসেই যাও চলে
তখন লাগে নিঃসঙ্গ!
চোখের পাতায় তুমি আছো ওগো
আগন্তুক!
ব্যথাতুরা থাকে আচ্ছাদনে অত্মগোপনে!
উদাস দৃষ্টিতে থেকে ঘনঘন হয় নিশ্বেসিত!
চিনি না গো আগন্তুক , আমার চোখ চেনে-
নির্বাক থাকার করেছো সংকল্প
তবুও তোমার ভাষার খুঁজি মানে!
ঘৃণিত হিংস্রের প্রবল আকাঙ্ক্ষা!
দুরাকাঙ্ক্ষায় অন্তর হয় বলহীন-
শুধুই অপেক্ষায় থাকা আলেখ্যদর্শনের!
ক্ষুধাতুরা ক্লান্ত তাই লোভাতুরের মতো
থাকা!
হৃদয়ে ওঠে হতাশার শব্দ
মুহূর্তের জন্য থাকে সান্ত্বনায়-
দীর্ঘদিন পুড়ে হয়েছে অলস!
হৃদয়ে জাগ্রত হয়না চেতনা
হারিয়ে গেছে যে তেজ তারুণ্য!